ঢাকা

আজমিরীগঞ্জ - বানিয়াচং শরিফ উদ্দিন সড়কের গর্তগুলো চিহ্নিত করে লাল নিশান টাঙ্গিয়েছেন এলাকার সাংবাদিক গণ।

প্রকাশিতঃ

Shares

মিজানুর রহমান মাসুদ, আজমিরীগঞ্জ থেকে :

আজমিরীগঞ্জ

আজমিরীগঞ্জ 


হবিগঞ্জের আজমিরীগঞ্জ - বানিয়াচং শরিফ উদ্দিন সড়কটি মরণ ফাঁদে পরিণত হওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কুশিয়ারা বার্তার সম্পাদক আমিনুল ইসলাম আপন।  বাংলাদেশ প্রেসক্লাব ও আজমিরীগঞ্জ মডেল প্রেসক্লাবের যৌথ উদ্যোগে লাল নিশান টাঙ্গানো হয়েছে।

জানা গেছে, হবিগঞ্জ - আজমিরীগঞ্জ সড়কে অন্তত ১০ টি স্থানে রাস্তা সরু  ও ভেঙ্গে পড়ে গর্ত হয়ে গেছে। বিশেষ করে এলাকার বিরাট গ্রামের ব্রিজের কাছে ও পাঁচ আখিয়া ব্রিজের কাছে কয়েকটি গর্ত রয়েছে। এতে প্রতিনিয়ত গাড়ী চালাতে সমস্যা হচ্ছে এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে  ধারণা  করা হচ্ছে।তাছাড়া  ২১ কিমির  এই রাস্তাটির  অধিকাংশ অংশই ভাঙ্গাচুরা ও গর্তের সৃর্ষ্টি হয়েছে। বড় গর্ত রয়েছে ১০ টি স্থানে। সাংবাদিকগণ উল্লেখিত ১০ টি স্থানে লাল নিশান টাঙ্গিয়েছেন। 

গত কাল (২৩/০৭/২৫)  বিকালে কুশিয়ারা বার্তা পরিবারের উদ্যোগে ও স্থানীয়  সাংবাদকর্মীদের অর্থায়নে  বিভিন্ন স্থানে ছোট বড় গর্তগুলোতে লাল নিশান পুঁতে গর্তগুলো চিহ্নিত করতে দেখা গেছে। এ ব্যাপারে সাংবাদিক শরীফ উদ্দিন পেশোয়ার জানান, অনেক লেখালেখি ও ভিডিও নিউজ করে কাজ না হওয়ায় এই  উদ্যোগ নিয়েছি আমরা। 

বাংলাদেশ প্রেসক্লাব আজমিরীগঞ্জ শাখার  সভাপতি শিবলু মিয়া জানান এ রাস্তাটির জন্য এলাকার মানুষ খুব দুর্ভোগে আছেন।

সাংবাদিক মিজানুর রহমান মাসুদ বলেন, সাংবাদিকরা ইচ্ছে করলে সামাজিক ও উন্নয়ন মূলক কাজ করতে পারে, সেটাই আমরা দেখাতে চাই।

Tags:
Blogger

মতামতঃ-
ক্রমানুসারে